October 6, 2024, 12:54 pm
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর ঘোড়াঘাট উপজেলা শাখার আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার নায়েবে আমীর ডা. মুহাদ্দীস এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন। সভায় বক্তারা বলেন, দেশে সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে সে বিজয় ধরে রাখার জন্য জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যমকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া জামায়াতে ইসলামীর কর্মকান্ডের পজেটিভ দিকগুলো তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানানো হয়।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাংবাদিক আজিজার রহমান, ঘোড়াঘাট পৌর আমীর আমিনুল ইসলাম সেলিম ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।