October 6, 2024, 12:54 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
পাবনায় গাঁজা ও ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শরীয়তপুরের ডামুড্যা এলাকায় চাঞ্চল্যকর রাসেল হত্যাকান্ডে জড়িত অন্যতম প্রধান আসামী মনির ফকির গ্রেফতার। মাদারীপুরে ০৬ বছরের প্রতিবন্ধী শিশু ধ*র্ষ*ণ মামলার প্রধান আসামি গ্রেফতার। বগুড়া সদর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত. কাহালুতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত। সোনাতলায় বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বদলগাছীতে অক্সফোর্ড মডেল স্কুলের অভিভাবকদের সাথে মত বিনিময় সভা। বদলগাছীতে বিভিন্ন আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত। বগুড়ায় টিএমএসএস আইসিটি ইন্সটিটিউট পরিদর্শনে কোরিয়ান প্রতিনিধি। ঘোড়ঘাটে দুর্গাপূজা উপলক্ষে ২৯টি মন্ডপে বিএনপির আর্থিক অনুদানের চেক বিতরণ।

ঘোড়াঘাটে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর ঘোড়াঘাট উপজেলা শাখার আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার নায়েবে আমীর ডা. মুহাদ্দীস এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন। সভায় বক্তারা বলেন, দেশে সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে সে বিজয় ধরে রাখার জন্য জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যমকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া জামায়াতে ইসলামীর কর্মকান্ডের পজেটিভ দিকগুলো তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানানো হয়।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাংবাদিক আজিজার রহমান, ঘোড়াঘাট পৌর আমীর আমিনুল ইসলাম সেলিম ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com