November 3, 2024, 4:28 pm
নিজস্ব প্রতিনিধি: র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক অভিযানে চাঞ্চল্যকর ০৬ বছরের প্রতিবন্ধী শিশু গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার।
র্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্প কর্তৃক বিশেষ আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তার ভিত্তিতে অদ্য ০৫ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ ১৬.৩০ ঘটিকায় মাদারীপুর জেলার সদর থানাধীন নতুন জেল খানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার সদর থানার মামলা নং-৩৮, তারিখ ১৩/০৬/২৪, ধারা- নাঃ শিঃ নিঃ দমন আইন-০৩ এর ৯(৩)/৩০ মোতাবেক চাঞ্চল্যকর ০৬ বছরের শিশুকে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত দীর্ঘদিন পলাতক প্রধান আসামী জসিম দর্জি (৪০), পিতা- মোশারফ দর্জি, সাং-নতুন জেল খানার মোড়, থানা-সদর, জেলা-মাদারীপুরকে ইং-০৫/১০/২০২৪ খ্রিঃ অনুমান ১৬.৩০ ঘটিকায় মাদারীপুর জেলার সদর থানাধীন নতুন জেল খানার সামনে এলাকা হতে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামীকে মাদারীপুর জেলার সদর থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।