October 6, 2024, 2:03 pm

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়ীয়ার হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার ঢাকা থেকে গ্রেফতার। কাহালুতে গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় লম্পটকে আটক, অতঃপর ছিনিয়ে নেওয়ার অভিযোগ। পাবনায় গাঁজা ও ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শরীয়তপুরের ডামুড্যা এলাকায় চাঞ্চল্যকর রাসেল হত্যাকান্ডে জড়িত অন্যতম প্রধান আসামী মনির ফকির গ্রেফতার। মাদারীপুরে ০৬ বছরের প্রতিবন্ধী শিশু ধ*র্ষ*ণ মামলার প্রধান আসামি গ্রেফতার। বগুড়া সদর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত. কাহালুতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত। সোনাতলায় বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বদলগাছীতে অক্সফোর্ড মডেল স্কুলের অভিভাবকদের সাথে মত বিনিময় সভা। বদলগাছীতে বিভিন্ন আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত।

**আদমদী‌ঘি সাংবাদিক মাহমুদ হো‌সেন ভোলা’র ইন্তেকাল**

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন আদমদী‌ঘি উপ‌জেলা বিএন‌পির আহবায়ক ক‌মি‌টির অন‌্যতম সদস‌্য এবং সা‌বেক সাধারন সম্পাদক, আদমদী‌ঘি উপ‌জেলা যুবদল ও সাংবাদিক মাহমুদ হো‌সেন (ভোলা)। গত শনিবার(১০ জুলাই) দিবাগত রাত ৯ঃ১৫ মিনিটে বগুড়া টি.এম.এস.এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে নিজ বাসায় ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক মাহমুদ হোসেন ভোলার অকাল মৃত‌্যুতে বগুড়া জেলা বিএন‌পির যুগ্ন-আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, আদমদী‌ঘি উপ‌জেলা বিএন‌পির আহবায়ক এড. আ‌নোয়ারুল ইসলাম তালুকদার (রতন), যুগ্ন-আহবায়ক মাসুদ আহ‌মেদ, সুপার ফাইভ সদস‌্য আলহাজ্ব শেখ র‌ফি আহম্মেদ (আচ্চু), সুপার ফাইভ সদস‌্য আবু হাসান ও উপ‌জেলা ক‌মি‌টির সদস‌্য কামাল হো‌সেন, সিরাজুল ইসলাম তালুকদার, নাজমুল হা‌মিদ রানা, সাজ্জাত হো‌সেন, ফারুক হো‌সেন, হাছানুজ্জামান ,আদমদী‌ঘি সদর ইউ‌নিয়ন কমি‌টির আহবায়ক আব্দুস সাত্তার সরকার, ছা‌তিয়ানগ্রাম ইউ.পি আহবায়ক আব্দুল ম‌তিন (মাজু), সান্তাহার ইউ‌.পি আহবায়ক মিজানুর রহমান তালুকদার (জু‌য়েল), চাঁপাপুর ই‌উ.পি আহবায়ক ফ‌রিদ হো‌সেন, নরশৎপুর ইউ‌.পি যুগ্ন-আহবায়ক আফজাল হো‌সেন, ছা‌তিয়ানগ্রাম ইউ‌.পি যুগ্ন-আহবায়ক আব্দুল বাকী সরকার, চাঁপাপুর ইউ‌.পি যুগ্ন-আহবায়ক এমদাদুল হক সাঈম, সান্তাহার ইউ‌.পি যুগ্ন-আহবায়ক তাজ উদ্দীন, কুন্দগ্রাম ইউ‌.পি যুগ্ন-আহবায়ক আব্দুল ম‌তিন ম‌তি সহ বিএন‌পি ও বিভিন্ন অঙ্গ সংগঠ‌নের প‌ক্ষ থে‌কে এক যুক্ত বিবৃ‌তি‌তে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানি‌য়ে‌ছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com