October 6, 2024, 1:21 pm
রুবেল হোসেনঃ দেশকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই । সঠিক নেতৃত্ব দিয়ে যুব সমাজকে গড়ে তুলতে হবে । খেলাধুলা ছেলে-মেয়েদের সুস্থভাবে বেড়ে উঠতে বড় ভূমিকা রাখে । খেলাধুলা একজন যুবককে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় শেখায়, তার মধ্যে দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা তৈরি করে । লেখাপড়ার সঙ্গে খেলাধুলা, সংস্কৃতিক চর্চা একান্ত প্রয়োজন । খেলাধুলার উন্নয়নে আমাদের সরকার সব সময় আন্তরিক । আমরা দেশীয় খেলার চর্চার দিকে দৃষ্টি দিয়েছি । সুন্দর সমাজ গঠনে ক্রীড়া চর্চার গুরুত্ব অপরিসীম । ক্রীড়া ক্ষেত্রে যখন সফলতা অর্জিত হয় তখন দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে বিজয় উল্লাস করে । তেমনি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলকে একসাথে কাজ করতে হবে । খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতির জন্য সুনাম বয়ে আনা সম্ভব । ক্রিড়াক্ষেত্রে সারবিশ্বের বাংলাদেশের আলাদা পরিচিতি রয়েছে । বগুড়ার ক্রীড়া ক্ষেত্রে অতীত ঐতিহ্য অনেক সমৃদ্ধ । শুক্রবার বিকেলে শাজাহানপুরে বেজোড়া দক্ষিণপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বেজোড়া যুব সংঘের উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন,বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ,এ.কে.এম আসাদুর রহমান দুলু । শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মিন্টু মিয়ার সভাপতিত্বে, শুক্রবার বিকেলে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুনামেন্টের উদ্বোধন করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক আলো প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক,গুঞ্জন গ্রুপ স্পোটিং ক্লাব,বগুড়ার সভাপতি মোঃ জাকির হোসেন । উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরেণ্য অতিথি অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য -আলমগীর হোসেন স্বপন , জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি- কামরুজ্জামান মাসুদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক,আমন্ত্রিত অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন ,মো রফিকুল ইসলাম, মোঃ সাইদুর রহমান, মো ছায়েদআলী মন্ডল, মোঃ আবেদআলী, মোঃ আনোয়ার হোসেন, ফজলুর রহমান,আঃহান্নান, রুমন হোসেন। এছাড়াও রুবেল হোসেন, রবিউল ইসলাম সোহেল ,রায়হান আলী,সুমন,মোমিন , সামীম শেখ,রুহিন,সোহেল রানা,রাফি,হাসান,সাকিল,রিনা ডেকোরেটর স্বত্বাধিকারী সাইদ সহ অত্রক্লাবের সকল সদস্যবৃন্দ