October 22, 2024, 1:17 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসায় ভর্তি কে কেন্দ্র করে মারপিট। আটক এক। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিনামূল্যে ২৬ হাজার কিশোরীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত গাবতলীতে ব্যাট খেলাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খু*ন। নওগাঁয় আস্তান মোল্লা কলেজের শিক্ষকদের সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের নুন্দহপাড়ায় গ্রামীন পাকা রাস্তা ভেঙ্গে চলাচলে দুর্ভোগ। গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন, ফিরোজ কবির প্রধান গোবিন্দগঞ্জে ব্যাংক এশিয়ার মোবাইল এজেন্ট নিখোঁজ বগুড়ার শাজাহানপুরে উপজেলা পরিষদের অস্থায়ী ড্রাইভার মামুনের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন গাইবান্ধা জেলা মেডিকেল টেকনোলজিস্ট ঐক্য পরিষদের কমিটি গঠন

র‌্যাব-১২, বগুড়া ও র‌্যাব-৪, সাভার এর যৌথ অভিযানে শাজাহানপুরে আলামিন (২০) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও প্রধান আসামী ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার

প্রেস রিলিজ: গত ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ০৯.০০ ঘটিকায় মোঃ আলামিন প্রাং (২৪) তার বন্ধুর বাড়ি বয়ড়াদিঘী গ্রামে যায় এবং বয়ড়াদিঘী গ্রামস্থ বয়ড়াদিঘী দোতলা মসজিদ এর উত্তরপার্শ্বে চেয়ারম্যানের বাড়ীর গলির প্রবেশের পাকা রাস্তার উপর উচ্চস্বরে কথা বলায় আসামী মোঃ মারুফ (২০) এর সাথে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের একপর্যায়ে ধৃত আসামী মারুফ ধারালো চাকু দ্বারা আলামিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় নিয়ে যায় এবং ভিকটিম ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ১২.৩০ ঘটিকায় চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন যার নং-১০ তারিখ ০৯/০২/২৪ ধারা-৩২৩/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০। এ ধরনের নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডটি বগুড়া জেলাসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে। আসামীদের দ্রুত গ্রেফতার করতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ১৭.০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, বগুড়া ও র‌্যাব-৪, সাভার এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ মারুফ (২০), পিতা- মোঃ মিজান, পালক পিতা- মোতালেব, স্থায়ী সাং- এরলবিশা, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া’কে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com