October 22, 2024, 1:17 am

নোটিশ:
সংবাদদাতা আবশ্যক
সংবাদ শিরোনাম:
বগুড়ার শাজাহানপুরে মাদ্রাসায় ভর্তি কে কেন্দ্র করে মারপিট। আটক এক। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিনামূল্যে ২৬ হাজার কিশোরীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত গাবতলীতে ব্যাট খেলাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খু*ন। নওগাঁয় আস্তান মোল্লা কলেজের শিক্ষকদের সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের নুন্দহপাড়ায় গ্রামীন পাকা রাস্তা ভেঙ্গে চলাচলে দুর্ভোগ। গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন, ফিরোজ কবির প্রধান গোবিন্দগঞ্জে ব্যাংক এশিয়ার মোবাইল এজেন্ট নিখোঁজ বগুড়ার শাজাহানপুরে উপজেলা পরিষদের অস্থায়ী ড্রাইভার মামুনের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন গাইবান্ধা জেলা মেডিকেল টেকনোলজিস্ট ঐক্য পরিষদের কমিটি গঠন

বগুড়ায় কলেজ ছাত্রী অপহরণ ঘটনায় আসামি গ্রেফতার।

বগুড়া সদর প্রতিনিধি: বগুড়ায় কলেজ পড়ুয়া ছাত্রী অপহরণের ঘটনায় অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া।

মঙ্গলবার ০৫ মার্চ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ তারেক খান (২০), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- শ্যামগোপ, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ’কে গ্রেফতার করে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৪ নভেম্বর ২০২৩ ইং তারিখ বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন হাটফুলবাড়ী ঘাটপাড়া এলাকায় কলেজ পড়ুয়া ছাত্রী কলেজে যাওয়ার পথে আসামী মোঃ তারেক খান (২০) ভিকটিমকে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে সিএনজি করে অপহরণ করে নিয়ে যায়।

উক্ত অপহরণের ঘটনায় ভিকটিমের ভাই বাদি হয়ে গত ১৭/১১/২০২৩ ইং তারিখে বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করে। যার নং-০৯, তারিখ-১৭/১১/২৩, ধারা-৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)।

এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বগুড়াসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় কলেজগামী কোমলমতি শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ফলশ্রুতিতে অদ্য ০৫ মার্চ ২০২৪ ইং তারিখ ১৬০০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ তারেক খান (২০), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- শ্যামগোপ, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © DailyAloPratidin.com