October 6, 2024, 2:03 pm
বগুড়া জেলা প্রতিনিধি: র্যাব-১২, বগুড়া ও র্যাব-১৩, রংপুর এর যৌথ অভিযানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিকে গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সবুজ ইসলাম (৩৫), পিতা- মোঃ মন্টু বেপারী, সাং- ঠুটিয়া, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ। গত ১৫ মার্চ ২০২৪ ইং তারিখে ১১.৫০ ঘটিকায় র্যাব-১২, বগুড়া ও র্যাব-১৩, রংপুর এর যৌথ অভিযানে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন রংপুর ক্যান্টনমেন্ট ৩নং গেটের সামনে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন ঠুটিয়া গ্রামে ভিকটিম দুলাল মল্লিক (৫৫), এর সাথে আসামী মোঃ সবুজ (৩৫) দের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ ছিল। তারই জেরে গত ০২ মার্চ ২০২৪ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় ভিকটিম বাড়ি ফেরার পথে শাহজাদপুর থানাধীন ঠুটিয়া গ্রামস্থ ঠুটিয়া জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে কাচা রাস্তার উপর পৌছলে ধৃত আসামীসহ এজাহারনামীয় ৫৩ জন আসামী পূর্ব পরিকল্পিতভাবে ধারালো হাসুয়া, লাঠি, লোহার রড, লোহার ফালা, লোহার শাবল, বল্লমসহ বিভিন্ন অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া পথরোধ করে এলোপাথারী মারপিট করে।
পরবর্তীতে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে বাদি হয়ে শাহজাদপুর থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করে, যার প্রেক্ষিতে ৫৩ জনসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা নং-৫, তারিখ ০৩ মার্চ ২৪ ইং ধারা-৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/ ৩৫৪/৩৭৯/৪২৭/১১৪/৫০৬ (২) পেনাল কোড রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় সোপর্দ করা হয়।